ন্যাভিগেশন মেনু

জানুয়ারিতে ভারতে, ২৭ ডিসেম্বর ইইউ’তে করোনার টিকাদান শুরু


ভারতে একাধিক কোম্পানি তাদের টিকার জরুরি অনুমোদনের আবেদন করেছে। ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যেই’ হয়তো তাদের কেউ ‘ড্রাগ রেগুলেটরের’ অনুমোদন পেয়ে যাবে। 

দু’টি কোম্পানি এরই মধ্যে ভারতে তাদের কোভিড টিকার অনুমোদন পেতে আবেদন করেছে। আরো ছয়টি কোম্পানির টিকা ‘ক্লিনিক্যাল ট্রায়ালের’ ‍নানা ধাপে রয়েছে। দেশটি ৩০ কোটি মানুষকে টিকার আওতায় আনতে চায়।

ভারতে এখন পর্যন্ত প্রায় এক কোটি মানুষের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। মারা গেছেন এক লাখ ৪৪ হাজারের বেশি মানুষ।

এদিকে আগামী ২৭ ডিসেম্বর থেকে ইউরোপিয় ইউনিয়নের সদস্য দেশগুলো করোনাভাইরাসের টিকা প্রয়োগ কার্যক্রম শুরু করতে পারে। ইউরোপিয়ান কমিশনের বর্তমান প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এক টুইট বার্তায় এমনটি ইঙ্গিত দিয়েছেন।

তিনি এক টুইট বার্তায় জানান, আগামী ২৭, ২৮ ও ২৯ ডিসেম্বরের মধ্যে ইউরোপিয় ইউনিয়নজুড়ে আনুষ্ঠানিকভাবে করোনা টিকা প্রয়োগ শুরু হবে। ইইউ সদস্যভুক্ত ২৭টি দেশকে একইদিনে টিকা প্রয়োগ শুরুর আহ্বান জানিয়েছেন উরসুলা ভন ডার লিয়েন।

এর আগে গত বুধবার ইউরোপিয় ইউনিয়নের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে ইউরোপিয়ান কমিশনের পক্ষ থেকে ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত করোনা টিকার চূড়ান্ত অনুমোদন আসতে পারে।

ইতিমধ্যে ইউরোপিয় ইউনিয়নের প্রভাবশালী তিন দেশ ইতালি, জার্মানি ও অস্ট্রিয়া আগামী ২৭ ডিসেম্বর থেকে টিকা কার্যক্রম শুরুর কথা জানিয়েছে।

যেহেতু জার্মানি বর্তমানে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে, তাই জার্মানির দেখাদেখি ইউরোপিয় ইউনিয়নের অন্যান্য সদস্য রাষ্ট্রগুলো একই দিনে টিকা কার্যক্রম শুরু করতে পারে।

এস এস