ন্যাভিগেশন মেনু

শিবগঞ্জে ধানবোঝাই ট্রলি উল্টে নিহত ৯


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধানবোঝাই একটি ট্রলি উল্টে খাদে পড়ে নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর-বারিকবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়জন হলেন - শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মো. এরফান আলীর ছেলে বাবু, একই এলাকার শেখ মোহাম্মদের ছেলে তাজেমুল হক  ও তার ছেলে মিঠুন , মো কাবিল উদ্দিনের ছেলে মো. কারিম, আমানুলের ছেলে মিলু, নওশাদের ছেলে আবুল কাশেম, আজিমুল হকের ছেলে আহাদ আলী, লাওঘাটা গ্রামের রেহমানের ছেলে আতাউর রহমান ও ট্রলি চালক সোনাপুর গ্রামের মাসুদ রানা।

শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরেন্দ্র অঞ্চল থেকে ধান কেটে ১২ জন কৃষক ট্রলিতে করে বৃহস্পতিবার ভোরে ধান নিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। হতাহতরা ট্রলিতে ধানের ওপর বসেছিলেন। এ সময় ট্রলি ও ধানের বস্তার নিচে চাপাপড়ে ঘটনাস্থলেই ৬ মারা যান।  আহত সাতজনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মারা যান আরও একজন। আহত ৬ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য তাদের সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে আরও একজনের মৃত্যু হয়। ঘন কুয়াশা ও ভাঙ্গা রাস্তার কারনে ট্রলিটি নিয়ন্ত্রণ হারায় বলে ধারনা করছে স্থানীয়রা।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এইচ এম আবদুর রকিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এডিবি/