ন্যাভিগেশন মেনু

শিশু শিক্ষার্থী নির্যাতন: মাদরাসা শিক্ষকদের সতর্ক করেছেন হাইকোর্ট


চট্টগ্রামের হাটহাজারীতে এক মাদরাসায় আট বছর বয়সী শিশু শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর ঘটনায় ওই মাদরাসাসহ দেশের সকল মাদরাসার শিক্ষকদের শিশু শিক্ষার্থীদের নির্যাতনের বিষয়ে সতর্ক করেছেন আদালত। সেই সঙ্গে এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে এতে সন্তোষ প্রকাশ করেছেন হাইকোার্ট।

রবিবার (১৪ মার্চ) শুনানির নির্ধারিত দিনে হাইকোর্টের বিচারপতি নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এসব পর্যবেক্ষণ দেন।

এছাড়া বিষয়টি আদালতের পর্যবেক্ষণে থাকবে বলে জানিয়েছেন হাইকোর্ট।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

প্রসঙ্গত, গত ১০ মার্চ চট্টগ্রামের হাটহাজারী সদরের মারকাযুল ইসলামিক অ্যাকাডেমিতে আট বছর বয়সী এক ছাত্রকে বেধড়ক মারধরের ঘটনা ঘটে।

চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রামের হাটহাজারীর একটি মাদরাসায় আট বছর বয়সী এক ছাত্রকে বেধড়ক মারধরের ঘটনায় শিক্ষক মাওলানা ইয়াহিয়ার বিরুদ্ধে প্রচলিত আইন ও শিশু আইনে মামলা দায়েরের পর আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। ওই শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাদরাসা কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে, যেন ভবিষ্যতে শিক্ষার্থী নির্যাতনের ঘটনা না ঘটে। এছাড়া নির্যাতিত শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে ও তার নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

এস এ /এডিবি