ন্যাভিগেশন মেনু

এটা জাতির ওপর আঘাত: বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার সাথে যুক্ত সকল মৌলবাদী অপশক্তির দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে নাট্য ও চলচ্চিত্র শিল্পীরা আজ সোমবার মানববন্ধন ও সমাবেশ করেছে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ সোমবার সকাল ১১টায়  ঢাকার ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউ’র আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ করে।

সমাবেশে নাট্য অভিনেত্রী তারিন জাহান বলেন, উগ্র মৌলবাদী গোষ্ঠি কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে বাঙালির জাতির ওপর আঘাত হেনেছে। ভাঙ্কর্য ভেঙে তারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

এই সাম্প্রদায়িক গোষ্ঠি দেশ ও জাতির শত্রু। তাদের আর বাড়াবাড়ি করার কোনো সুযোগ দেওয়া হবে না। আমরা  রাজপথে আছি। প্রয়োজনে দুর্বার আন্দোলনের মাধ্যমে তাদের পিতৃস্থান পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, স্বাধীনতার পক্ষের মানুষরা আজ মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠির বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সাম্প্রদায়িক গোষ্ঠিরা যদি বাংলাদেশকে মেনে নিতে না পারে, তাহলে তারা পাকিস্তানে চলে যাক।

আমরা ভিডিও ফুটেজে দেখলাম কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় কয়েকজন তরুন যুবককে। তারা নাকি মামুনুল হক ও বাবুনগরীদের ওয়াজ মাহফিল শুনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার অনুপ্রেরণা পেয়েছে। তাই মামুনুল হক ও বাবুনগরীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

একই সাথে দেশের সাম্প্রদায়িক দলগুলোকে নিষিদ্ধের দাবি জানাচ্ছি। তিনি বলেন, এদেশে সাম্প্রদায়িক রাজনীতি শুরু করেছিলেন জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক জিয়া।

চিত্রনায়ক শাকিল খান বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা সুন্দর বাংলাদেশ চায় না। কুষ্টিয়ায় চারজন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছে।

এর সঙ্গে শুধু এই চারজনই নয়, তাদের পেছনে অনেক মদদদাতা রয়েছে। এই মদদদাতা সাম্প্রদায়িক গোষ্ঠিকে দেশ থেকে উৎখাত করতে হবে। 

সংগঠনের উপদেষ্টা নাট্যজন লায়ন চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্ব এ সমাবেশে আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি সাবেক ছাত্র নেতা চিত্রনায়ক শাকিল খান, সাধারণ সম্পাদক ও মুখপাত্র অরুণ সরকার রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাট্য অভিনেত্রী তারিন জাহান, আওয়ামী লীগ নেতা এম এ করিম, সাংবাদিক সমীরণ রায়, অভিনেত্রী দীপাবলী দীপা, নূর মোহাম্মদ, কণ্ঠশিল্পী এইচ এম ইকবাল হাসান হৃদয়, সাবেক ছাত্র নেতা রোকন উদ্দিন পাঠান, জাহিদ সাংস্কৃতিক অঙ্গণের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এস এস