ন্যাভিগেশন মেনু

শ্রমিকদের জন্য চাই সোশ্যাল সিকিউরিটি


মুনিরুজ্জামান মির্জা 

শ্রমিক ছাটাইয়ের প্রসংগে বাংলাদেশের পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র প্রেসিডেন্ট রুবানা হক বলেছেন (মহামারির সময়ে উন্নত বিশ্বেও শ্রমিক ছাটাই হচ্ছে, তাই আমাদের এখানে হওয়াটাও স্বাভাবিক।

তবে তা এটা সম্পূর্ণ অযৌক্তিক। কারন উন্নত বিশ্বে শ্রমিক ছাটাই হলেও সেখানে  সোশ্যাল সিকিউরিটি আছে। বিভিন্ন প্রনোদনা আছে-  যেমন -- অন্ন, বস্ত্র, স্বাস্থ্য ও বাসস্থানের। সেটা আমাদের এখানে নেই।

চারদশক ধরে ব্যবসায়ীরা  তাদের ব্যবসা করে গাড়ি, বাড়ি অর্থের মালিক হয়েছেন। তারা রাষ্ট্রের মাধ্যমে প্রনোদনা পায়। আর সেই সেক্টরের চাবিকাঠি শ্রমিকরা চাকরি ছাটাইয়ের মাধ্যমে না খেয়ে মরবে।

আজ পর্যন্ত চার দশকে তাদের স্বাস্থ্য সেবায় হাসপাতাল বাসস্থানের জন্য কলোনি, বিপদকালীন প্রনোদনা, সহজ শর্তে ঋণ রিস্ক কাভারেজ ফান্ড কিছুই করেনি ব্যবসায়ীরা।

দেশে কোনো স্যেশাল সিকিউরিটি নাই। এটা হতে পারেনা।এটা মেনে নেওয়া যায় না। আর এর ফলে দক্ষ শ্রমিক হারিয়ে যাবে।

এ পেশায়  আসতে অন্যরা ‍নিরুৎসাহিত হবে এবং পর্যায়ক্রমে এ সেক্টর ধংস হয়ে যাবে। যা এ দেশের সাথে শত্রুতার শামিল।

সরকার যেমন  ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে বিভিন্ন প্রনোদনার  ব্যবস্থা করেছেন -- ব্যবসায়ীদেরও বিজিএমই এর মাধ্যমে শ্রমিকদের টিকে থাকার অনুরুপ ব্যবস্থা করতে হবে।