ন্যাভিগেশন মেনু

শ্রীলঙ্কা সফর নিয়ে আজকের মধ্যে মেসেজ পাবো: ক্রীড়া প্রতিমন্ত্রী


শ্রীলঙ্কায় সিরিজ খেলতে আজ (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের প্লেনে চড়ার কথা থাকলেও শ্রীলঙ্কা সরকারের গড়িমাসি ও ১৪ দিন হোটেল কক্ষে থাকা নিয়ে এখন এ সফর নিয়েই শঙ্কা জেগেছে। তবে আশাকরি, আজকের মধ্যে আমরা একটা মেসেজ পাবো বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শেখা হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ হচ্ছে নিয়মিত। সফর নিয়ে আমরা খুবই আগ্রহী। ১৪ দিন রুমে থেকে শ্রীলঙ্কা সিরিজ সম্ভব নয়। একটা প্লেয়ার যদি ১৪ দিন রুমে থাকে তাহলে হয় না। আমরা বলেছি, হোটেলে কিছু সুবিধা দিতে। জিম ফ্যাসিলিটিজ, সুইমিংপুল সুবিধা দেওয়া হোক।’

এর আগে শনিবার বিসিবি ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম জানিয়েছেন, নির্ধারিত সময় অনুযায়ি শ্রীলঙ্কা সফর সম্ভব নয়। তারা (শ্রীলঙ্কা) যদি শর্ত শিথিল করে জানায় তাহলে আগামী মাসের ৭-১০ তারিখের মধ্যে সফর হতে পারে।

এই সফরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি টেস্ট হওয়ার কথা ছিলো। টেস্ট শুরুর সম্ভাব্য তারিখ ছিলো অক্টোবরের ২৪।

এমআইআর/এডিবি