ন্যাভিগেশন মেনু

ইসলামের অবমাননা হয় সরকার এমন কোন কাজ করবে না: পরিকল্পনা মন্ত্রী


ইসলামের অবমাননা হয় সরকার এমন কোন কাজ করবে না বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীব-বৈচিত্র্য সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনারে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পরিকল্পনা মন্ত্রী এ কথা বলেন।

এসময় পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘ইসলামের বিরুদ্ধে সরকার কোন কাজ করবে না। একটা গোষ্ঠী বাংলাদেশের শান্তি নষ্ট করার জন্য ইসলামকে রাজনীতির লাঠি হিসেবে ব্যবহার করছে। আমি আজকে এখানে উপস্থিত থাকা ইমামদের বলতে চাই-আপনারা ঐসব কথায় কান দিবেন না, ইসলামের অবমাননা হয় সরকার এমন কোন কাজ করবে না।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধর্মের মানুষকে সমান চোখে দেখেন। আমাদের উন্নয়ন কর্মসূচি বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত বিস্তৃত। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য, সবার কল্যাণেই আমরা কাজ করে যাচ্ছি।’

মন্ত্রী বলেন, ‘যারা রাতের আঁধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার হুমকি দিচ্ছে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে।’

এমআইআর/ওআ