ন্যাভিগেশন মেনু

মোংলায় চুরি হওয়া মোবাইল সেটসহ চোর আটক


মোংলার দুই দোকান থেকে চুরি হওয়া ১২৬টি মোবাইল সেটের মধ্যে ২০টি মোবাইল সেটসহ চোরচক্রের এ সদস্যকে আটক করেছে পুলিশ।

রবিবার (৬ ডিসেম্বর) বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালীর এক দোকান ও ওই দোকানদারের বাড়ী হতে এগুলো উদ্ধার করা হয়।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইকবাল বাহার চৌধুরী জানান, গত ১ ডিসেম্বর মোংলা পৌর শহরের মামার ঘাট এলাকার মফিজ ও মামুনের মোবাইল ফোনের দোকান চুরি হয়। চোরচক্র দোকানের উপরের চালের টিনের ছাউনি খুলে ভেতরে প্রবেশ করে। এরপর চোরেরা মফিজের দোকান থেকে ১১৮টি ও মামুনের দোকান হতে ৮টি বিভিন্ন কোম্পানির মোবাইল সেট নিয়ে যায়।

তিনি জানান, ওই দুই দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদেরকে সনাক্ত এবং তাদের গতিবিধি নজরদারি করে রবিবার সন্ধ্যায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী বাজারের আলম শেখের মোবাইল দোকান ও বাড়ি থেকে ২০টি মোবাইল সেট উদ্ধার করা হয়। এ সময় আলম শেখের দোকান থেকে এ চোরচক্রের সদস্য সাগর শেখকে আটক করা হয়।

সাগর শেখ ফকিরহাট উপজেলার ছোট খাজুরার লকপুর এলাকার মোফাজ্জেল শেখের ছেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে আরেক চোর আলম শেখ। পলাতক আলম শেখ ফকিরহাট উপজেলার ছোট খাজুরার লকপুর এলাকার জলিল শেখের ছেলে।

উদ্ধার হওয়া মোবাইল সেটসহ আটক সাগর ও তার সহযোগী আরও কয়েকজনের নামে মোংলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।

সিবি/এডিবি