ন্যাভিগেশন মেনু

সনেট ও অমিতাক্ষর ছন্দ কবি মধুসূদনের আজ জন্মদিন


সনেট ও অমিতাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্তের ১৯৬তম জন্মদিন আজ শনিবার (২৫ জানুয়ারি)।

যশোহরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে গত বুধবার থেকে মধুমেলা শুরু হয়েছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৬তম জম্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রকের পৃষ্ঠপোষকতায় যশোহর জেলা প্রসাশন এই মেলার আয়োজন করে।

যেকোন নাশকতা এড়াতে মধুমেলায় সিসি ক্যামেরা স্থাপনসহ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বুধবার বিকেলে মহাকবির জন্মস্থান সাগরদাঁড়ির মধুমঞ্চে প্রধান অতিথি হিসেবে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রাকের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

কপোতাক্ষ পাড়ে কবির স্মৃতি বিজড়িত বিদায় ঘাট, বুড়ো কাটবাদাম গাছসহ মধুপল্লী মধুভক্ত দর্শকদের হাতছানি দেয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এরইমধ্যে অতিথি বরণে প্রস্তুত হয়েছে সাগরদাঁড়ি। ২২ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী মধুমেলায় সাগরদাঁড়ির মধুমঞ্চে প্রতিদিন দুপুর ২টা থেকে কবির জীবনী ও সাহিত্যের উপর বিষয়ভিত্তিক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, নাটক, জারি, বাউল, পালাগানের আয়োজন রয়েছে।

এবারের মধুমেলা উপলক্ষে কপোতাক্ষের দু’পাড়ের যশোহর ও সাতক্ষীরাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। মেলা উপলক্ষে এবারও মেয়ে জামাইসহ আত্মীয়-স্বজন আপ্যায়নে গ্রামের গৃহবধূরা আগেভাগেই শীতের পিঠা তৈরির জন্য চালের গুড়া তৈরি করেন।

মেলায় আইন শৃঙ্খলা রক্ষায় সাগরদাঁড়িতে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। ঢাকায় এদিন তার স্মরণে মহিলা সমিতির মঞ্চে প্রদর্শিত হয় প্রাঙ্গনেমোর’র ১২তম প্রযোজনা ‘মাইকেল মধুসূদন’।

অপূর্ব কুমারের রচনায় নাটকটির নির্দেশনায় এবং মাইকেল চরিত্রে অভিনয় করছেন অনন্ত হিরা।  এর আগে নাটকটি ‘দাঁড়াও...জন্ম যদি তব বঙ্গে’ নামে মঞ্চস্থ হয়।

গত বছরের ২৯ জানুয়ারি মহাকবির ১৪৬তম প্রয়াণ দিবসে ‘মাইকেল মধুসূদন’ নামে নাটকটি প্রদর্শিত হয়। এরপর থেকে এ নামে নাটকটি প্রদর্শনীর জন্য চূড়ান্ত করে নাট্যদল প্রাঙ্গনেমোর।

২০১৭ সালের ২৬ জানুয়ারি ঢাকার মঞ্চে উদ্বোধন হয় নাটক ‘দাঁড়াও...জন্ম যদি তব বঙ্গে (মাইকেল মধুসূদন)’র।

ওআ / এস এস