ন্যাভিগেশন মেনু

সপ্তাহের শেষে বজ্রবৃষ্টির সম্ভাবনা


রাজধানী ঢাকাসহ দেশের প্রায় পুরো অঞ্চলে এ সপ্তাহের শেষার্ধে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৮ অক্টোবর) আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্যই দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর।

পরবর্তী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চলতি সপ্তাহের শেষে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, বুধবারে কক্সবাজার অঞ্চলে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম ২৪ ডিগ্রি সেলসিয়াস।

ওয়াই এ/ওআ