ন্যাভিগেশন মেনু

সপ্তাহে একদিন ফুটপাত দখলমুক্ত করার অভিযান : আতিক


পূর্ব ঘোষণা ছাড়াই সপ্তাহে একদিন রাজধানীর ফুটপাত গুলো দখলমুক্ত করতে অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।  

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে গুলশান-২-এর ৮৬ নম্বর সড়কে ডিএনসিসি মেয়র মো. আতিকুল অভিযান পরিচালনার সময় এ কথা বলেন।

তিনি বলেন, ‘আজ সারাদিন ডিএনসিসির ১০টি এলাকায় একযোগে সাড়াশি অভিযান চলবে। আইনের তোয়াক্কা না করে তারা সড়ক ও ফুটপাতে ইট, বালু, রড রেখে দেয়ায় ফুটপাতগুলো সংকুচিত হচ্ছে, ভেঙে যাচ্ছে। আর তাই সিটি করপোরেশনের সব কর্মকর্তা-কর্মচারীদের বলেছি, আজ যেখানেই এসব সামগ্রী পাওয়া যাবে, দেশের আইন অনুযায়ী সেগুলো তাৎক্ষণিক নিলাম করা হবে।’

তিনি আরও বলেন ‘আজ থেকে এখন থেকে বিনা নোটিশে সপ্তাহে একদিন এ ধরনের সাড়াশি অভিযান চলবে।’

মেয়র বলেন, ‘অবৈধভাবে ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখায় স্পট নিলামে তা বিক্রি করে দেয়া হয়েছে। এছাড়া অভিযানে বেশ কয়েকটি দোকানের মালামাল বিক্রি করে দেওয়া হয়।’

দখলদারদের কাছ থেকে ফুটপাত ও সড়ক মুক্ত করতে সকাল থেকে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এসময় ঢাকা উত্তর সিটির বিভিন্ন এলাকার ফুটপাত ও সড়ক থেকে অবৈধ নির্মাণসামগ্রী, দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

ওয়াই এ/ওআ