ন্যাভিগেশন মেনু

সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন মালিঙ্গা


টেস্ট ও ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও বিদায় নিয়েছেন ৩৮ বছর বয়সী লঙ্কান তারকা পেসার লাসিথ মালিঙ্গা। এর মাধ্যমে ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টেনে সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন তিনি।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সব ধরনের ক্রিকেট থেকেই অবসর নেয়ার কথা ঘোষণা দিলেন তিনি। নিজের টুইটার হ্যান্ডলেই অবসরের সিদ্ধান্তের কথা জানান ফ্যাশনেবল এই লঙ্কান তারকা। গেল বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টিতে ম্যাচ খেলেছেন মালিঙ্গা।

নিজের বিদায় প্রসঙ্গে বিবৃতিতে মালিঙ্গা বলেন, ‌‘আমি আমার টি-টোয়েন্টির জুতো জোড়া খুলে রাখছি এবং সবধরনের ক্রিকেটকে বিদায় বলছি। ধন্যবাদ সবাইকে যারা আমার ক্যারিয়ারের যাত্রায় সাহায্য করেছেন। আমি আশা করছি ভবিষ্যতের তরুণ ক্রিকেটারদের জন্য আমি আমার অভিজ্ঞতা ভাগ করে নিতে পারবো ভবিষ্যতে।‌’

এ ছাড়াও মালিঙ্গা নিজের নতুন ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়েছেন, ‘আমি আজকে (মঙ্গলবার) সিদ্ধান্ত নিয়েছি, নিজের টি-টোয়েন্টি খেলার জুতোকে সম্পূর্ণভাবে বিশ্রাম দেব। যাঁরা আমার এই টি-টোয়েন্টি সফরে আমাকে সমর্থন করেছেন, আমায় শুভ কামনা জানিয়েছেন সকলকে ধন্যবাদ।’

শ্রীলঙ্কার হয়ে ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হয় মালিঙ্গার। সাদা পোশাকে লঙ্কানদের হয়ে খেলেছেন ৩০ ম্যাচ। যেখানে উইকেট নিয়েছেন ১০১টি। এছাড়া ২২৬ ওয়ানডে খেলে মালিঙ্গা উইকেট নিয়েছেন ৩৩৮টি। ওয়ানডে ক্যারিয়ারে ৫ উইকেট নিয়েছেন আটবার। আর ৮৪ টি-টোয়েন্টি ম্যাচে তার শিকার ১০৭টি উইকেট। 

শ্রীলঙ্কা জাতীয় দল ছাড়াও আইপিএলের নিয়মিত মুখ ছিলেন রঙিন চুলের এই পেসার। এছাড়া বিপিএল, সিপিএল, বিগ ব্যাশ ও টি-টেনের মতো টুর্নামেন্টও মাতিয়েছেন তিনি। আইপিএলে তিনি খেলতেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। এছাড়া মেলবোর্ন স্টারস এবং বাংলাদেশে আয়োজিত বিপিএলে রংপুর রাইডার্সের হয়েও দেখা গেছে এই লঙ্কান পেসারকে।

এমআইআর/ওআ