ন্যাভিগেশন মেনু

লকডাউন এলাকায় সরকারি ৬ ব্যাংক খোলা থাকবে


করোনাভাইরাসে বিস্তার ঠেকাতে প্রশাসন যে এলাকাগুলো লকডাউন করবে সেসব  এলাকায় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক বন্ধ থাকলেও সরকারি ৬ ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রীয় মালিকানার ব্যাংক ৬ টি হলো—সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বাংলাদেশ কৃষি ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

জেলা-উপজেলায় এসব ব্যাংকের সব শাখা আজ ১২ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত গ্রাহকরা লেনদেন করতে পারবেন। আর ব্যাংক খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত।

প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক বলেছে, ট্রেজারি কার্যক্রম, সরকারি ভাতা-অনুদান প্রদানসহ সাধারণ মানুষের আর্থিক প্রয়োজনের স্বার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া প্রজ্ঞাপনে ব্যাংকিং লেনদেনের জন্য খোলা রাখা শাখায় প্রশাসনের সহায়তা নিয়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

এমআইআর/ এডিবি