ন্যাভিগেশন মেনু

নাটোরে ২৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩


নাটোর সদর উপজেলার সুলতানপুর এলাকায় ২৫ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৭ ডিসেম্বর) সকালে নাটোর-রাজশাহী মহাসড়কে র‌্যাবের চেকপোস্ট পরিচালনা করে একটি পিকআপ ভ্যানসহ তাদেরকে আটক করা হয়।

তারা হলেন - চাঁদপুর জেলার ফরিদগঞ্জের শাহজাহান মিজির ছেলে রিয়াজুল ইসলাম সোহেল (২৩), ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের ডারু মিয়ার ছেলে মিরাজ মিয়া (২৭) এবং রাজশাহীর পুঠিয়া থানার মজির সরদারের ছেলে সুমন সরদার (৩০)।

র‌্যাব-৫ এর রাজশাহী সিপিএসসি ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম মাইনুল ইসলাম জানান, 'আজ সকালে নাটোর-রাজশাহী মহাসড়কে নাটোর সুলতানপুর এলাকায় র‌্যাবের একটি চেকপোস্ট পরিচালনা করা হয়। সকাল ৭টার দিকে কিশোরগঞ্জের ভৈরব থেকে রাজশাহীগামী একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অবৈধ মাদক দ্রব্য পরিবহনের দায়ে পিকআপ ভ্যানটি (ঢাকা মোট্রো ন ১৩-৭৫৩৪) জব্দ করে তিনজনকে আটক করা হয়।

আটক তিনজনকে নাটোর থানায় সোপর্দ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান তিনি।

এস এ /এডিবি