ন্যাভিগেশন মেনু

তাপমাত্রা আলাস্কায় মাইনাস ৬৫, লাদাখে ৩১. ৫ আর ১১৮ বছরের রেকর্ড ভেঙে দিল্লিতে ১.৭ ডিগ্রি


বিশ্ব জুড়ে সর্বনিম্ন তাপমাত্রার ঝড়ো ব্যাটিং চলছে। হিসাব-নিকাশ চলছে কোথায় নিম্নগতির তাপমাত্রা মিলল। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৭. ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা অঞ্চলসহ রাজশাহী ও রংপুর বিভাগে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী তিনদিন তা অব্যাহত থাকতে পারে এবং বিস্তার লাভ করতে পারে।  

এবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কায়।  শুক্রবার আলাস্কায় স্থানীয় সময় সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় মাইনাস ৬৫ ডিগ্রি।  অপরদিকে মাইনাস ৩১ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ভারতের লাদাখে। যা ওই অঞ্চলে এ মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা।

অন্যদিকে ১১৮ বছরের রেকর্ড ভেঙেছে দিল্লি। শুক্রবার দিল্লির তাপমাত্রা ছিল লোধি রোডে  ১ দশমিক ৭ ডিগ্রি, আয়া নগরে ১ দশমিক ৯ এবং সবদরজং এলাকায় ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ভারতের আবহাওয়া বিভাগ থেকে জানানো হয়, মাইনাস তাপমাত্রায় পৃথিবীর সবচেয়ে শীতল এবং শুষ্ক মহাদেশ অ্যান্টার্কটিকাকেও ছাড়িয়েছে ভারতের কারগিল-লাদাখ।

যেখানে অ্যান্টার্কটিকায় সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস, সেখানে লাদাখের তাপমাত্র মাইনাস ৩১ দশমিক ৫ ডিগ্রি। কারগিলের তাপমাত্রা মাইনাস ২৭ ডিগ্রি। 

২০১২ থেকে এ পর্যন্ত এটাই সর্বনিম্ন তাপমাত্রা। এরআগে আলাস্কায় ১৯৫৪ সালের ২৭ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৬৭ ডিগ্রি। উত্তর মেরুর ফেয়ারব্যাঙ্কসে অবস্থিত জাতীয় আবহাওয়া পরিষেবা অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

বিশ্বের বহু দেশের মানুষ ডিসেম্বরের তীব্র শীতে নাস্তানাবুদ হন। এর মধ্যে আলোচনায় ছিল ভারতের লাদাখের মাইনাস ৩১ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা।

তবে এর চেয়েও বহু কম তাপমাত্রা এখন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কার বেটলস শহরে। সেখানে শুক্রবার সকালে তাপমাত্রা মাইনাস ৬৫ ডিগ্রি রেকর্ড করা হয়।

তবে শুধু বেটলস শহরেই নয়, রাজ্যটির বেশিরভাগ শহরেই একই অবস্থা বিরাজমান।গত ১০ দিনে আলাস্কার তাপমাত্রা শূন্য ডিগ্রির ওপরে উঠেনি। বর্তমানে মাইনাস ৪০ ডিগ্রিই সেখানকার সাধারণ তাপমাত্রা।

এস এস