ন্যাভিগেশন মেনু

সাপ্তাহিক ছুটির দিনে ঘরে বসে ত্বকের যত্ন


সারা সপ্তাহের কর্ম ব্যস্ততার মধ্যেও প্রয়োজন সৌন্দর্য বজায় রাখতে নিজেকে কিছুটা সময় দেওয়া। অনেক চাকরিজীবী নারী আছেন, যারা সারা সপ্তাহ ধরে কর্মব্যস্ততার কারণে নিয়মিত পার্লারে যেতে পারেন না। আবার সপ্তাহে একদিন ছুটি থাকলে বাসায় থাকে নানান কাজ, যে কারণে পার্লারে যাওয়ার সময় বের করতেই পারেন না। তবে তারা সপ্তাহে একটা দিন ঘরে কাজ সামলিয়ে, কিছুটা সময় দিয়ে নিজেকে করে তুলতে পারেন আকর্ষনীয়।

চলুন জানা যাক ঘরেই যেভাবে ত্বকের যত্ন নিতে পারেন:

প্রথমে স্ক্র্যাব করুন। স্ক্র্যাবার হিসেবে ব্যবহার করুন চিনি। চিনি, কলার সঙ্গে মিশিয়ে বডি স্ক্র্যাবার হিসেবে ব্যবহার করতে পারবেন। 

এছাড়া মুলতানি মাটি- ১ টেবিল চামচ, গোলাপ জল - ১ চা চামচ, লেবুর রস - ১ চা চামচ মিশিয়ে পুরো মুখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

এছাড়াও গোসলের আগে ২ চামচ ময়দা, ১ চামচ মধু এবং পাকা পেঁপে বা পাকা কলার মাক্স লাগিয়ে ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে নিন। এতে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হবে। 

এভাবে সাপ্তাহিক ছুটির দিনে আপনার ত্বকের যত্ন নিন। তাতে আপনার সৌন্দর্য বজায় থাকবে।

সিবি/ এডিবি