ন্যাভিগেশন মেনু

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কোচ ব্রুজন


দক্ষিণ এশিয়ার বৃহত্তম সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করবেন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এক সভায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এ বিষয়ে বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘জেমিকে তিন মাসের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। জেমির অনুপস্থিতিতে সাফের সঙ্গে শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্টে বাংলাদেশ দলের ডাগআউটেও থাকবেন ব্রুজন। তবে স্প্যানিশ এ কোচ নিয়োগ পেয়েছেন আপাতত দুই মাসের জন্য। ১৭ নভেম্বর শেষ হবে তার মেয়াদ।’

‌তিনি আরও বলেন, ‘বসুন্ধরার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেপালে ত্রিদেশীয় সিরিজ এবং কিরগিজস্তানে তিন ম্যাচের পারফরমেন্স পর্যালোচনা করে আমরা জেমি ডে’র উপর সন্তুষ্ট নই।’

এই দুই মাসে অস্কার ব্রুজনের কোচিংয়ে সাফ চ্যাম্পিয়নশিপ , যুব এশিয়ান কাপ বাছাই ও শ্রীলঙ্কায় চারজাতি টুর্নামেন্টে অংশ নিবে বাংলাদেশ। এছাড়া সাফ চ্যাম্পিয়নশিপে দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন সত্যজিৎ দাস রূপু।

এমআইআর/এডিবি/