ন্যাভিগেশন মেনু

সাফ ফুটবলের জন্য বাংলাদেশের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা


সাফ চ্যাম্পিয়নশিপের জন্য এলিটা কিংসলে, জুয়েল রানা, টুটুল বাদশা ও আশরাফুল রানাসহ ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে লাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বুধবার (২২ সেপ্টেম্বর) চূড়ান্ত এই দল ঘোষণা করেন অন্তর্বর্তীকালীন কোচ অস্কার ব্রুজন।

এবছর ভুটান ও পাকিস্তান অংশগ্রহন না করায় সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে ৫টি দেশ। ভুটান ফুটবল দলকে দেশটির সরকার বাইরে খেলতে যেতে অনুমতি দেয়নি বলে তারা অংশ নিতে পারবে না। অন্যদিকে ফিফা থেকে নিষিদ্ধ পাকিস্তান।

আগামী ১ থেকে ১৩ অক্টোবর মালদ্বীপে অনুষ্ঠিত হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে সবাইকে জৈব সুরক্ষা বলয়ের নিয়ম মানতে হবে। তিন দিন আগেই অংশগ্রহণ করতে যাওয়া দলগুলোকে মালদ্বীপে গিয়ে পৌঁছাতে হবে। এরপর হোটেল কোয়ারেন্টাইনও করতে হবে তাদের। করোনা পরীক্ষায় উত্তীর্ণ হলে মিলবে অনুশীলন করার অনুমতি।

প্রথম দিন উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে নেপাল। এছাড়া দিনের দ্বিতীয় ম্যাচে জামাল ভূঁইয়ারা খেলবেন শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ৩ অক্টোবর বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। ৬ অক্টোবর খেলবে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে। আর ১১ অক্টোবর জেমি ডের শিষ্যরা খেলবে নেপালের বিপক্ষে।

এমআইআর/ওআ