ন্যাভিগেশন মেনু

সাভারে প্রবাসীকে গুলি করে টাকা ছিনতাই


সাভারের তুরাগ এলাকায় এক প্রবাসীকে গুলি করে সাড়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে  দুর্বৃত্তরা।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীর নাম মোঃ আমানুল্লাহ (৪০)। তিনি ঢাকার কেরানীগঞ্জ থানাধীন সিরাজনগর এলাকার সিদ্দিক আলীর ছেলে।

ভুক্তভোগী  জানান, ‘সকালে ইসলামী ব্যাংক আমিনবাজার শাখা থেকে স্ত্রীকে সাথে নিয়ে বাড়ি নির্মানের জন্য ৫ লক্ষ ৭০ হাজার টাকা উত্তোলন করে একটি প্রাইভেট কার নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় গাড়িটি ঢাকা-আরিচা মহাসড়কের ভাকুর্তা লোহার ব্রিজ পার হয়ে কিছুটা সামনে যাওয়ার পর ৫টি মোটরসাইকেলে প্রায় ১০ জন দুর্বৃত্ত তাদের গাড়িটির গতিরোধ করে। পরে দুর্বৃত্তরা প্রবাসীকে লক্ষ্য করে ৫টি গুলি করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।’

তিনি জানান, ‘পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ ওই প্রবাসীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’

তিনি আরও জানান, ‘ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় দুর্বৃত্তদের কয়েকজনকে তার স্ত্রী ব্যাংকে ঘোরাফেরা করতে দেখেছিলেন।’

জানতে চাইলে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সায়েমুল হুদা জানান, ভুক্তভোগীর পায়ে একাধিক গুলির চিহ্ন ও বুলেটের অস্তিত্ব পাওয়া গেছে।’

এবিষয়ে ইসলামী ব্যাংক আমিনাবাজার শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমান দৈনিক বাংলাদেশ পোস্টকে বলেন, ‘ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগণ আমাদের ব্যাংকের শাখায় ভুক্তভোগীর স্ত্রীকে সাথে নিয়ে এসেছেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ইতিমধ্যে ভুক্তভোগীর স্ত্রী একজন সন্দেহভাজনকে সনাক্ত করতে পেরেছেন। আমরা চেষ্টা করছি অন্তত সিসিটিভি ফুটেজ যাচাই করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের তদন্তে সহযোগীতা করতে।’

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘ইতোমধ্যে বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে, দ্রুত আসামীদের সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। এছাড়া এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে ।’

এনএম/ ওয়াই এ/ওআ