ন্যাভিগেশন মেনু

নাটোরে সাংবাদিকদের অনুসন্ধানমুলক রিপোর্টিং প্রশিক্ষণ


নাটোর জেলার সাংবাদিকদের নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী অনুসন্ধানমুলক রিপোর্টিং প্রশিক্ষণ।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে রিপোর্টিং প্রশিক্ষণের উদ্বোধন করেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি।

এ সময় উপস্থিত ছিলেন, প্রেস ইনস্টিউট বাংলাদেশ পিআইবি এর মহাপরিচালক জাফর ওয়াজেদ, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার সোহরাব হোসেন, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন এবং সাবেক সভাপতি রেজাউল করিম রেজা।

তিনদিনের অনুসন্ধানমুলক এই রিপোর্টিং প্রশিক্ষণে জেলার ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

উদ্বোধনী দিনে প্রশিক্ষণ প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাহত মিনহাজ।

অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, এ ধরণের প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধি এবং দক্ষতার সাথে অনুসন্ধানী রিপোর্ট করা সম্ভব।

কে আর/এস এ/এডিবি