ন্যাভিগেশন মেনু

সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা আসছে শনিবার রাতে


চিন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা আসবে আজ শনিবার রাতে।

শুক্রবার (১৬ জুলাই) চিনের ডেপুটি চিফ অব মিশন হুয়াং ইয়ান এ তথ্য জানান।

তিনি জানান, শনিবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে সিনোফার্মের এ টিকা। 

এ ছাড়াও চিন সরকার বাংলাদেশকে ১০ লাখ টিকা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে।

এর আগে চিন থেকে প্রথম দফায় বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা এসেছে। গত ৩ জুলাই রাতে ও ৪ জুলাই সকালে দুই চালানে এই ২০ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে পৌঁছায়।

গত ২৭ মে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব সবুজ সংকেত পায়। এরপর ১৪ জুলাই সিনোফার্মের টিকা আমদানির বিষয়টি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

সিনোফার্ম হলো দ্বিতীয় কোম্পানি, যাদের কাছ থেকে টিকা কিনছে বাংলাদেশ সরকার। তিন মাসের মধ্যে এই টিকা দেশে আসার কথা। এর আগে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে টিকা কেনার চুক্তি করে বাংলাদেশ।

এ বিষয়ে শুক্রবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএনসিঅ্যান্ডএইচ) ডা. মো.শামসুল হক একটি সংবাদমাধ্যমকে বলেন, 'আরও ২০ লাখ ডোজ টিকা শনিবার আসার কথা রয়েছে। রাতের ফ্লাইটে এসব টিকা ঢাকায় এসে পৌঁছাবে।'

বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চিন। প্রথম দফায় গত ১২ মে বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ টিকা উপহার দেয় চিন। দ্বিতীয় দফায় দেয় ছয় লাখ টিকা।

এডিবি/