ন্যাভিগেশন মেনু

রাজধানীর তাপমাত্রা কমছে


দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বইলেও রাজধানীতে সকাল থেকে রৌদ্রজ্জ্বল আবহাওয়া। তবে কমেছে তাপমাত্রা। আর এ তাপমাত্রা কমার কারণে বেশ ঠান্ডাও পড়েছে।

রবিবার (২০ ডিসেম্বর) রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

ওয়াই এ/এডিবি