ন্যাভিগেশন মেনু

সিরাজগঞ্জের বেলকুচি থেকে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার


সিরাজগঞ্জ থেকে সংবাদদাতাঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কান্দাপাড়া চরনবীপুর গ্রাম থেকে একটি ৯ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

শনিবার বেলা ১২টার দিকে চরনবীপুর গ্রামের মো: রেজাউল করিমের বাড়ির গাছ থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।

সাব্বির নামের এক বালক বাড়ির বাহিরে দুপুরে খেলা করার সময় গাছের উপর সাপটি দেখতে পায়। পরে বিকালে স্থানীয়রা দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাসকে জানায়। পরে মামুন বিশ্বাস ও ইমন ঘটনাস্থলে উপস্থিত হন।

এ বিষয়ে দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, বন্যপ্রাণী রক্ষা করা আমাদের সবার দ্বায়িত্ব। বন্যপ্রাণী প্রকৃতি ও সংরক্ষন রাজশাহী বিভাগীয় পরির্দশক জাহাঙ্গীর কবিরের নির্দেশে সিরাজগঞ্জের এসএফএনটিসি'র ভারপাপ্ত কর্মকর্তা হৃষীকেস চন্দ্র রায় এর কাছে অজগর সাপটি হস্তান্তর করা হয়।

সিরাজগঞ্জ বঙ্গবন্ধু ইর্কো পার্কে অজগর সাপটি ছেড়ে দেওয়া হবে বলে জানা যায়।

এমআইআর / এস এস

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ https://ajkerbangladeshpost.com