ন্যাভিগেশন মেনু

সিলেটে বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে


সিলেটে কুমারগাঁও এলাকায় ১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পৌনে দুইঘণ্টা চেষ্টার পর দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ আগুন লাগে।

মোকাম্মেল হোসেন জানান, ‘বর্তমানে মেশিন ঠাণ্ডা করার চেষ্টা চালাচ্ছেন দমকল বাহিনীর সদস্যরা। অগ্নিকাণ্ডে ৩৩ কেভির বিদ্যুৎকেন্দ্রের দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে।’

বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের পর থেকেই পুরো সিলেট বিভাগ বিদ্যুৎহীন অবস্থায় হয়ে পড়ে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

এমআইআর/এডিবি