ন্যাভিগেশন মেনু

সিলেটে স্কুল মাঠে পশুর হাট স্থগিতের নির্দেশ


আদালতের নির্দেশে সিলেট নগরীর উপকন্ঠে লাক্কাতুড়া এলাকায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পশুর হাট স্থগিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ২৯ জুলাই এ আদেশ দেয়।

বুধবার (২৯ জুলাই) এক রিটের পরিপ্রেক্ষিতে ভার্চুয়াল শুনানিতে বিচারপতি তারিক উল হাকিম এ স্থগিতাদেশ দেন।

হাইকোর্টের আদেশে বলা হয়েছে, এখন থেকে আর ওই স্কুল মাঠে হাট বসানো যাবে না। এ সময় স্কুল মাঠে হাটের জন্য বসানো সব স্থাপনা সরিয়ে নেওয়ারও নির্দেশ দেয় আদালত।

স্থানীয়রা জানায়,ঈদুল আজহা উপলক্ষ্যে পশুর হাট বসানোর জন্য ইজারা দেয় সিলেট সদর উপজেলা প্রশাসন। এরপর গত শুক্রবার থেকে এ স্কুল মাঠের হাটে খুঁটি বসিয়ে সমিয়ানা টাঙিয়ে পশুর হাট বসানোর কাজ শুরু হয়। এতে স্কুল মাঠসহ আশপাশের স্থাপনা ও মাঠে রোপণ করা চারা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা ও করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। একারণে হাট বসানো আপত্তি জানানো হয়। কিন্তু এসব আমলে না নিয়েই চলছিল হাটের কার্যক্রম।

এ ঘটনায় কাদির আহমদ বাদী হয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন। বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অজিত দাশ গুপ্ত।

বাদী পক্ষের আইনজীবী মোস্তাক আহমদ চৌধুরী বলেন, ‘বিদ্যালয় প্রাঙ্গণ বাণিজ্যিক কোনো কাজে ব্যবহার না করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। এ নির্দেশনার বাইরে গিয়ে মাঠ ইজারা দেওয়া হয়েছে। এছাড়া মহামারির এ পরিস্থিতিতে হটস্পট তৈরি হয়ে করোনা ছড়িয়ে পড়ার শঙ্কাও রয়েছে। তাই জনস্বার্থে এ রিট করা হয়।’

সিবি/এডিবি