ন্যাভিগেশন মেনু

সিলেট বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫


সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা বেড়েছে।

রবিবার (৩১ মে)  ইমেইলের মাধ্যমে ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমেদ।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের আওতায় এবার মোট ১ লাখ ১৬ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। যার মধ্যে ৪৯ হাজার ৭৩ জন ছাত্র ও ৬৬ হাজার ৪৩৪ জন ছাত্রী। এসব পরীক্ষার্থীদের মধ্যে সর্বমোট পাস করেছে ৯১ হাজার ৪৮০ জন। যার মধ্যে ৫১ হাজার ৯৭৬ জন ছাত্রী ও ৩৯ হাজার ৫০৪ জন ছাত্র। অন্যদিকে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৬৩ জন। 

সিলেট বিভাগের চার জেলার মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে মৌলভীবাজার জেলা। জেলায় পাসের হার ৮২.৭৫ শতাংশ। সুনামগঞ্জে পাসের হার সবচেয়ে কম। এ জেলায় পাসের হার ৭৭.৭৮ শতাংশ। আর সিলেটে পাসের হার ৮১.৬৬ এবং হবিগঞ্জে পাসের হার ৭৭.৭৯ শতাংশ।

এদিকে সিলেট শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। চলতি বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়ে ৪ হাজার ২৬৩ জন জিপিএ-৫ পেয়েছেন। আর গত বছর পেয়েছিল ২ হাজার ৭৫৭ জন শিক্ষার্থী।

ওআ/