ন্যাভিগেশন মেনু

ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান ও অন্যান্য সেবার উদ্বোধন


অনলাইনে সরকারি সেবাপ্রাপ্তি, বিল পরিশোধ ও গ্রামীণ উৎপাদনকারীর পণ্য শহরের ক্রেতার হাতে পৌঁছে দিতে ডিজিটাল মিউনিসিপালিটি সার্ভিস সিস্টেম একসেবা , একশপ ও এক-পে অ্যাপ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

আজ রবিবার সকালে আগারগাঁও'এ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়ামে এ উদ্বোধন ঘোষণা করেন তিনি। একই সঙ্গে অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশের ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান রিপোর্টেরও মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

সজীব ওয়াজেদ বলেন, “গত ১০ বছরে আমরা আইসিটির ভিত্তিগুলো নির্মাণ করেছি, তাই ১০ বছর লেগেছে ই গভার্নমেন্ট মাস্টার প্ল্যান প্রণয়ন করতে।

আমাদের দেশ তো প্রযুক্তির দিক থেকে পেছনে পড়েছিল। সেখান থেকে এ উত্তরণের পথে আসা নিয়ে অনেক প্রশ্ন ছিল অনেকের। আমরা তাদের মিথ্যা প্রমাণিত করেছি। ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা।”

তিনি বলেন, “গত ক’বছরে আমরা (ডিজিটাল গভর্নেন্স ইনডেক্সে) ৪০-৫০ ধাপ এগিয়েছি। আগামী ৫ বছরে আমরা কেন আরও ৫০ ধাপ এগোব না?”

তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বলেন, “আগামী পাঁচ বছরের মধ্যে জাতিসংঘের আইসিটি ইন্ডিকেটর ডিজিটাল গভর্নেন্স ইনডেক্সের সেরা ৫০ এর মধ্যে আসতে চাই আমরা। ( এখন বংলাদেশের অবস্থান ১৯৩ দেশের মধ্যে ১১৫ তম) ।

আগামী ২০২১ সালের মধ্যে নাগরিক সেবার প্রায় সবগুলো আমরা জনগণের আঙুলের ছোঁয়ায় আনব।”

জয় বলেন, ডিজিটাল পদ্ধতিতে নাগরিক সেবাগুলো মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। এরইমধ্যে সেবা ডিজিটাইজেশনে মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ এখন যেমন বাস্তবতা তেমনি আগামীতে এটাই বিশ্বে নেতৃত্ব দেবে।

এদিকে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন ‘ডিজিটাল বাংলাদেশের জন্য ই-গভর্নমেন্ট মাস্টারপ্ল্যান প্রণয়ন’ প্রকল্পের আওতায় এই ‘ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান’ রিপোর্ট প্রণয়ন করা হয়েছে।

এটুআইয়ের উদ্যোগে '৩৩৩' কিছুদিন আগে "গভইনসাইডার ইনোভেশন অ্যাওয়ার্ড ২০১৯”-এর 'বেস্ট সিটিজেন এনগেজমেন্ট প্রজেক্ট' হিসেবে পুরস্কার জিতে নেয় ।

অনুষ্ঠানে আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদের হাতে এ পুরস্কার তুলে দেন এটু্‌আইয়ের প্রকল্প পরিচালক ড. মো. আব্দুল মান্নান।

এরপর ‘ডব্লিউআইটিএসএ গ্লোবাল আইটিসি এক্সেলেন্স অ্যাওয়ার্ড-২০১৯’ হস্তান্তর করেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব ‘ডিসিডি এপিএসি অ্যাওয়ার্ড’ ২০১৯ উপদেষ্টার হাতে তুলে দেন।

অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় প্রতিবন্ধী জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানের জন্য ‘লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় ১০০ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে ১০০টি ল্যাপটপ বিতরণ করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম ও  বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হু কাং-ইল ।

এস এ / এস এস

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ  https://ajkerbangladeshpost.com