ন্যাভিগেশন মেনু

সেমিফাইনালের লক্ষ্যে সকালে মাঠে নামছে আর্জেন্টিনা-ইকুয়েডর


চলতি কোপা আমেরিকার শেষ চারে জায়গা করে নিতে ইকুয়েডরকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ফেভারিট আর্জেন্টিনা। সেমিতে যাওয়ার লড়াইয়ের এ ম্যাচেও আর্জেন্টিনার নেতৃত্ব দিবেন লিওনেল মেসি। এবারের আসরে সর্বাধিক তিনটি গোল করার পাশাপাশি ক্ষুদে জাদুকর সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিনটি গোল।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রবিবার (৪ জুলাই) সকাল ৭টায়।

‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিয়েই শেষ আটে উঠে এসেছে লিওনেল মেসির দল। আর তাদের প্রতিপক্ষ ইকুয়েডরের অবস্থান ছিল ‘বি’ গ্রুপের চতুর্থ অবস্থানে। শক্তিশালী ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করার মাধ্যমে শেষ আটের জায়গা খুঁজে পায় ইকুয়েডর।

‘এ’ গ্রুপের প্রত্যাশিত দল হিসেবে চার ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে শেষ আটে নাম লেখায় আর্জেন্টিনা। গ্রুপ পর্বে চিলির সঙ্গে ড্র, উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয়, প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয় ও বলিভিয়াকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারায় লা আলবিসেলেস্তেরা।

এমআইআর/এডিবি/