ন্যাভিগেশন মেনু

সেরাটা দিয়ে সাফ জিততে চাই: জামাল


সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ বাই ম্যাচ জিতে বাংলাদেশ ফাইনাল উঠবে বলে মন্তব্য করেছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা ছাড়ার কথা থাকলেও ফ্লাইট এক ঘণ্টা বিলম্ব হয়। ৩টা ৪০ মিনিটে জামাল ভূঁইয়াদের নিয়ে মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে মালদিবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটটি।

জামাল বলেন, ‘সবার মনে আছে আমরা দীর্ঘদিন ধরে সাফে চ্যাম্পিয়ন হতে পারি না। তাই এবার চ্যাম্পিয়ন হতে পারলে দেশের জন্য ভালো, ফুটবলের জন্য ভালো এবং আমাদের নিজেদের জন্যও ভালো। আমরা চেষ্টা করবো ভালো কিছু করার।’

এই সফরে ঢাকা ছেড়েছেন ২৩ ফুটবলার। সফরদলে এলিটা কিংসলের দেশ ছাড়ার কথা থাকলেও ফিফা, এএফসি থেকে কোনো কাগজপত্র না আসায় ২৩ জনের দলে জায়গা হয়নি তার। কিংসলে দলের সাথে না থাকায় মন খারাপ বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার।

বাংলাদেশ স্কোয়াড: আনিসুর রহমান জিকো, শহীদুল আলম ও আশরাফুল ইসলাম রানা, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, তারিক কাজী, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, টুটুল হোসেন বাদশা, মোহাম্মদ হৃদয়, আতিকুর রহমান ফাহাদ, সোহেল রানা, সাদ উদ্দীন, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, সুমন রেজা, ও জুয়েল রানা।

এবছর সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ, শ্রীলংকা, ভারত, মালদ্বীপ ও নেপাল। আগামী ১ অক্টোবর শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ দল।

এমআইআর/ওআ