ন্যাভিগেশন মেনু

বাগদাদে মার্কিন দূতাবাসে রকেট হামলা


ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। এ ঘটনায় একজন ইরাকি সৈন্য আহত হয়েছেন।

রবিবার (২০ ডিসেম্বর) অন্তত আটটি কাতিউশা রকেট বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনের ভেতরে গিয়ে পড়ে বলে জানিয়েছে ইরাকি সামরিক বাহিনী ও মার্কিন দূতাবাস।

ইরাকের সামরিক বাহিনী বলেছে, আইনবিরোধী গোষ্ঠী আটটি রকেট ছুড়েছে। অধিকাংশ ক্ষেপণাস্ত্র গ্রিন জোনের আবাসিক কমপ্লেক্সে ও একটি নিরাপত্তা চেকপয়েন্টে আঘাত হানে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই জোনটিতে সরকারি বিভিন্ন দপ্তরের ভবন ও বিদেশি মিশনগুলো অবস্থিত।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্র দূতাবাস নিশ্চিত করছে, আন্তর্জাতিক জোন লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। প্রতিরোধে ‍দূতাবাসের প্রতিরক্ষা ব্যবস্থা পদক্ষেপ নিয়েছে। দূতাবাস কম্পাউন্ডে কিছু ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

হামলার নিন্দা করেছে মার্কিন দূতাবাস। ইরাকের প্রেসিডেন্টের একজন মুখপাত্রও হামলার নিন্দা করেছেন।

মার্কিন কর্মকর্তারা জানান, ইরাকে যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোর ওপর নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী।

তবে এখন পর্যন্ত পরিচিত ইরান সমর্থিত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

ওয়াই এ/এডিবি