ন্যাভিগেশন মেনু

স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদরাসার পরীক্ষা নেওয়ার অনুমতি


স্বাস্থ্যবিধি মেনে দেশের কওমি মাদরাসায় ডিগ্রি ও মাস্টার্স পর্যায়ের সকল পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে সরকার।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৭ আগস্ট কিতাব বিভাগের কার্যক্রম চালু ও পরীক্ষা নেওয়ার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিল কওমি মাদরাসাগুলো। পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হলেও মাদরাসাগুলোর নিয়মিত শিক্ষা কার্যক্রম এখনই চালু হচ্ছে না।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, স্কুল, কলেজ খুলে দেওয়া বা পিইসি, জেএসসি, এসএসসি পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি ড. মাওলানা মুশতাক আহমদ জানান, কওমি মাদরাসা খোলার অনুমতি দেয়া হয়েছে। এখন থেকে পরীক্ষা নেওয়া যাবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের মতো হাফিজিয়া মাদ্রাসা ও হিফজখানার কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ২২ হাজার কওমি মাদরাসার ২৫ লক্ষাধিক শিক্ষার্থী গত শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা নেওয়া হয়নি। ঈদুল ফিতরের পর কওমি মাদরাসাগুলোর নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও করোনার কারণে পরীক্ষা ও ক্লাস স্থগিত রাখা হয়।

এর আগে গত ১২ জুলাই থেকে দেশের সব হাফিজিয়া মাদ্রাসা ও হিফজখানা চালুর অনুমতি দেয় সরকার।

ওয়াই এ /এডিবি