ন্যাভিগেশন মেনু

স্যামসাং আনছে ফ্রেমহীন টিভি


নতুন বছরের শুরুতেই নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং সম্পূর্ণ ফ্রেমহীন টিভি আনবে বলে ঘোষণা দিয়েছে। নতুন এই টিভির চারপাশে কোনও ফ্রেম থাকবে না, পুরোটাই ডিসপ্লে।

এনগ্যাজেট জানায়, জানুয়ারির শুরুর দিকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য কনজুমার ইলেক্ট্রনিকস শোতে অবমুক্ত করবে বলে পরিকল্পনা করেছে নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। ফেব্রুয়ারিতে শুরু হবে এর বৃহৎ আকারের উৎপাদন।

এদিকে স্যামসাংকে এমন ডিসপ্লের এইট-কে রেজুলেশনকে খাপ খাওয়ানোর জন্য প্রয়োজনীয় চিপ তৈরি করতে হয়েছে।

এছাড়া সব মিলিয়ে অতীতের যেকোনও ফ্ল্যাগশিপ টিভির তুলনায় নতুন এই টিভিটি গ্রাহকদের কাছে বিশেষ একটি চমক হবে বলে মনে করা হচ্ছে।

আর তাই ধারণা করা হচ্ছে ফ্রেমহীন টিভি দামে বেশ চড়া হবে।

ওয়াই এ / এস এস