ন্যাভিগেশন মেনু

স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত করতে হবে: বাণিজ্যমন্ত্রী


মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ বিরোধী শক্তিকে প্রতিহত করতে হবে বলেছেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি।

বুধবার (১৬ ডিসেম্বর) রংপুরের পীরগাছা উপজেলা পরিষদ হল রুমে মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন,কোন অপশক্তি যেন মাথা চারা দিয়ে উঠতে না পারে, সে দিকে লক্ষ্য রাখতে হবে। স্বাধীনতা বিরোধী শক্তি এখনও সক্রিয় আছে। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংশ করতে চাচ্ছে। তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙ্গার সাহস দেখিয়েছে। তারা আমাদের স্বাধীনতাকে পিছনের দিকে নিয়ে যেতে চায়।

পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার জেসমীন প্রধান এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সে অগ্রযাত্রাকে তারা বাধাগ্রস্থ করতে চায়। সবাইকে সজাগ থাকতে হবে। আমরা স্বাধীনতা বিরোধী শক্তিকে মাথাচারা দিতে দিবো না। এজন্য আমাদের সক্রিয় থাকতে হবে।

আমারা তাদের অপশক্তিকে রুখে দিবো। আমার এ ৭১ বছর বয়সে যদি আবার মুক্তি যুদ্ধে যেতে হয় যাবো, তাতে আমার মোটেই আপত্তি নেই। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখবো যেকোন মুল্যে। আজকের বিজয় দিবসে আমরা সেই বলে বলিয়ান হতে চাই। এখন নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে দেশ গঠনের কাজে। আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না বললেন মন্ত্রী টিপু মুনশি।

সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী সরকার, পীরগাছা উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, সহকারী কমিশনার (ভুমি) জান্নাতআরা ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন। এসময় অন্যাণ্রের মধ্যে উপস্থিত ছিলেন-বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, গন্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা শেষে বাজ্যিমন্ত্রী টিপু মুনশি উপজেলা পরিষদের জাইকা অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প থেকে উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে এলইডি টিভি ও ল্যাপটপ বিতরণ করেন। এর আগে বানিজ্যমন্ত্রী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা আর্কাইভ উদ্বোধন করেন এবং উপজেলা যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অংশ নেন।

মহান বিজয় দিবসের সকালে বানিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ, উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠান উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অপর্ণ করেন।

পরে, বাণিজ্যমন্ত্রী তাঁনির্বাচনী এলাকা কাউনিয়া উপজেলায় বিজয় দিবসের বিভিন্ন কর্মসুচিতে যোগদান করে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সিবি/ওআ