ন্যাভিগেশন মেনু

বাগেরহাটে ফ্রি চিকিৎসার দাবিতে স্মারকলিপি প্রদান


বাগেরহাট সদর উপজেলার ১নং কাড়াপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গোবরদিয়া মারিয়া পল্লীর দলিত সম্প্রদায়ের মানুষ ফ্রি চিকিৎসা সেবার দাবিতে স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে বাগেরহাট রংয়ের মেলা ইয়ুথ গ্রুপের পক্ষ থেকে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বক্সীর হাতে স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় বাগেরহাট রংয়ের মেলা ইয়ুথ গ্রুপের সভাপতি পুষ্পিতা বর্ষা মিস্ত্রী, সাধারন সম্পাদক সাথী সরকার, পূজা মিস্ত্রী, মেঘলা, নন্দিতাসহ অর্ধ শতাধিক তরুণী উপস্থিত ছিলেন।

রংয়ের মেলা ইয়ুথ গ্রুপের সভাপতি পুষ্পিতা বর্ষা মিস্ত্রী জানান, 'মারিয়া পল্লীতে ৪ থেকে ৫ হাজার লোকের বসবাস। এদের সকলেই দারিদ্র্য সীমার নীচে বসবাস করেন। অর্থনৈতিক অবস্থা ভালো না থাকায় সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। অত্র এলাকার নিকটবর্তী কোনো কমিউনিটি ক্লিনিকের সুব্যবস্থা না থাকায় এলাকার জনগন বিশেষ করে বৃদ্ধ, শিশু ও গর্ভবর্তী মহিলাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাওয়া অনেক কষ্টসাধ্যের ব্যাপার হয়ে দাড়িয়েছে।'

পল্লীবাসীরা বলেন, সপ্তাহে নূন্যতম একদিন যদি মারিয়া পল্লীতে ফ্রি চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয় তাহলে সমাজের পিছিয়েপড়া হতদরিদ্র মানুষগুলো উপকৃত হবে।

সিবি/এডিবি