ন্যাভিগেশন মেনু

হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ,আটক ৩


নির্বাচনের দিন রাতে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েছেন হাজারো ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ বিক্ষোভকারী। ভোট গণণা শেষ না হতেই তারা বিক্ষোভ শুরু করছে। এছাড়াও তারা ট্রাম্প জিতলে বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে।

হোয়াইট হাউসের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীদের মধ্য থেকে ইতোমধ্যে ৩ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে এনবিসি ওয়াশিংটন। খবর ওয়াশিংটন পোস্টের।

আরও পড়ুন:ভোট বন্ধে সুপ্রিমকোর্টে দারস্থ হতে যাচ্ছেন ট্রাম্প

ইতোমধ্যেই হোয়াইট হাউসের বাহিরে ওয়াশিংটন ডিসির পুরো রাস্তা ঘিরে ফেলেছে পুলিশ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়েছে। বেশ কয়েকটি রাজ্যে এ বিক্ষোভ শুরুর আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন শহরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে। কে হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বিশ্ব। বিভিন্ন রাজ্য থেকে ইলেকটোরাল ভোটের ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত ইলেকটোরাল ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন।

সিবি/ওআ