ন্যাভিগেশন মেনু

পাটপণ্য এখন নতুন অঙ্গনে চলে গেছে: পাটমন্ত্রী


পাটের তৈরি নানান নতুন পণ্য নিয়ে পাটপণ্য এখন নতুন অঙ্গনে চলে গেছে বলে জানালেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

মঙ্গলবার (১৫  নভেম্বর) দুপুরে রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) বহুমুখী পাটপণ্যের মেলা ও প্রদর্শনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

এসময় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ‘পাটের হারানো গৌরব ও ঐতিহ্য আবার ফিরে এসেছে। আগের সেই পুরোনো গতানুগতিক পাটের পণ্য এখন আর নেই। পাটের তৈরি নানান নতুন পণ্য নিয়ে পাটপণ্য এখন নতুন অঙ্গনে চলে গেছে। নিত্য নতুন পাটের বহুমুখী পণ্য আবিষ্কার হচ্ছে।’

পাটমন্ত্রী বলেন, ‘পাটের স্থানীয় মেলা দিয়েই উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। দেশের বিভিন্ন স্থানে সরকারি মিলের পড়ে থাকা খালি জায়গায় মেলার ব্যবস্থা করা হচ্ছে।’

প্রসঙ্গত, রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) বহুমুখী পাটপণ্যের মেলা ও প্রদর্শনী অনুষ্ঠানে আজ ২৮২টি বহুমুখী পাটপণ্যের প্রদর্শনী ও বিক্রয় হচ্ছে। জেডিপিসি’র তালিকাভুক্ত প্রায় ৭০০ উদ্যোক্তার বহুমুখী পাটপণ্যে প্রদর্শনী হচ্ছে।

এমআইআর/ওআ