ন্যাভিগেশন মেনু

সোমালিয়া থেকে সরে যাচ্ছে মার্কিন সেনা


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় থাকা মার্কিন সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে সোমালিয়া থেকে প্রায় ৭০০ সৈন্য সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র।

আসছে জানুয়ারিতে প্রেসিডেন্টের ক্ষমতা জো বাইডেনের কাছে বুঝিয়ে দেওয়ার আগেই বিভিন্ন দেশ থেকে সেনা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

শুক্রবার (৪ নভেম্বর) স্থানীয় সময় প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানায় বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আফ্রিকার এই দেশটিতে প্রায় ৭০০ মার্কিন সেনা অবস্থান করছে। সেখানকার সেনাদের বিশেষ প্রশিক্ষণে মোতায়েন করা হয়।

পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২১-এর গোড়াতেই নির্দেশনা বাস্তবায়ন চান প্রেসিডেন্ট ট্রাম্প।

পেন্টাগন জানায়, ‘বিপদজ্জনক আফ্রিকা থেকে আমাদের কার্যক্রম পুরোপুরি গুটিয়ে নিচ্ছি না। এ বিষয়ে আমরা সোমালিয়া সরকারের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ। সেনাদের অবস্থান পরিবর্তন করছি, কিন্তু এর মানে মার্কিন নীতির পরিবর্তন নয়।’

গত মাসে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান এবং ইরাক থেকে অর্ধেক সেনা প্রত্যাহারের ঘোষণা দেন ট্রাম্প। যদিও আফগানিস্তান থেকে মার্কিন সেনা তুলে নেওয়ার ঘোষণায় আপত্তি জানায় ন্যাটো। যুক্তরাষ্ট্রের সেনা তুলে নেওয়া হলেও ন্যাটোর অর্ন্তভুক্ত দেশগুলোর সেনা থাকার কথা জানান জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ।

বিশেষজ্ঞরা বলছেন, সোমালিয়া থেকে মার্কিন সেনা সরে গেলে সেখানকার নিরাপত্তাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে।

সিবি/এডিবি/