ন্যাভিগেশন মেনু

৮ মাসে ১৩৪৯ নারী ধর্ষণের শিকার


সরকারের কড়া ব্যবস্থা গ্রহণের পরও দেশে নারী নির্যাতন বা ধর্ষণ কাঙ্খিতভাবে কমছে না । এবার ধর্ষণ কাণ্ডের অভিযুক্তকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে আইন প্রণয়ন করা হয়েছে।

আইন সহায়তা এবং মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, এ বছর গত অক্টোবর পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে ১ হাজার ৩৪৯ জন নারী। এ সময় ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৪৬ জনকে এবং ধর্ষণের চেষ্টা করা হয়েছে ২৭১ জনকে।

আইন সহায়তা,  মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের মতে- এটি অবশ্যই ধর্ষণের প্রকৃত সংখ্যা নয়। কেননা প্রকৃত সংখ্যা অবশ্যই অনেক বেশি—এমন মনে করে ‘প্রজন্মান্তরে নারীবাদী মৈত্রী’।

মৈত্রী আরো জানায়, এই সংখ্যা কেবল ৯টি জাতীয় সংবাদপত্র থেকে নেওয়া হয়েছে। নারী নির্যাতন প্রতিরোধে নারীর প্রতি নির্যাতনের বিরুদ্ধে ‘মুক্তির মিছিল’-এর আয়োজন করছে ‘প্রজন্মান্তরে নারীবাদী মৈত্রী’।

এতে নারীপক্ষ মশাল মিছিলের আয়োজন করে। আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ মনে করেন, বাল্যবিবাহ এক ধরনের নারী নির্যাতন। বাল্যবিবাহের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশে প্রতি তিন জনে দুই জন তাদের স্বামী কর্তৃক কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হয়েছেন।

এস এস