ন্যাভিগেশন মেনু

‘এটাই হয়তো শেষ সকাল,’ স্ট্যাটাসের পরদিনই করোনায় চিকিৎসকের মৃত্যু


ভারতে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ রুপ নিয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারতে খালি নেই হাসপাতালের বেড, আক্রান্ত হচ্ছেন চিকিৎসক-নার্সরাও। দিনের পর দিন করোনা রোগীদের সেবা দিতে গিয়ে তাদের শরীরেও বাসা বাঁধছে এই ভাইরাস।

সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ের চিকিৎসক ড. মনিশা যাদব।

তবে বুঝতে পেরেছিলেন তার হাতে আর বেশি সময় নেই। সেটা অনুভব করেই রবিবার ফেসবুকে নিজের শেষ কথাগুলো লেখেন মনীষা।

তিনি লেখেন, ‘এটাই হয়তো শেষ সকাল। আমাকে হয়তো এই প্ল্যাটফর্মে আর দেখতে পাবেন না। সবাই আপনারা ভালো থাকুন।’

মনীষা লেখেন, ‘দেহের মৃত্যু হয়। আত্মার নয়। আত্মা অমর’। এরপর সোমবার এই মেডিকেল চিকিৎসকের মৃত্যু হয়।

ওআ/