ন্যাভিগেশন মেনু

‘ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে বিশ্বের ৫ দেশের মধ্যে অন্যতম বাংলাদেশ’


করোনা মোকাবেলা এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশ বিশ্বের ৫টি দেশের মধ্যে অন্যতম বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার (২৫ সেপ্টেম্বর) নাটোরের সিংড়া উপজেলা চত্বরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় জুনাইদ আহমেদ পলক বলেন, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ভার্চুয়াল কোর্ট পরিচালনার মাধ্যমে দেড় লাখের বেশি মামলা পরিচালনা করা সম্ভব হয়েছে। কোরবানির হাটে অনলাইনে ৪ লাখ পশু বিক্রি হয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য দৌহিত্র সজিব ওয়াজেদ জয়-এর ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে করোনাকালীন অনলাইনে ক্লাস হয়েছে। ২০১৬ সালে ই-নথি উপহার দিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে ভাষণ দেন। বিশ্ব মানবতার কন্ঠস্বর হিসেবে মানবতার পক্ষে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও জাতিসংঘে ভাষণ দিয়েছেন।

অনুষ্ঠানে সিংড়া উপজেলা চত্বরে প্রতিবন্ধী ১২ জনকে হুইল চেয়ার প্রদান ও দুই হাজার ৫০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। পরে ৫ হাজার গাছের চারা ও ৫টি সেচ্ছাসেবী সংগঠনের মাঝে চেক বিতরণ করা হয়।

সিংড়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সঞ্জয় কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ প্রমূখ।

এমআইআর/এডিবি/