ন্যাভিগেশন মেনু

‘নতুন যুগে চীনের সবুজ উন্নয়ন’ শীর্ষক শ্বেতপত্র প্রকাশিত


বৃহস্পতিবার (১৯ জানুয়ারি)  বেইজিংয়ে ‘নতুন যুগে চীনের সবুজ উন্নয়ন’ শীর্ষক শ্বেতপত্র প্রকাশিত হয়। চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় এক প্রেস ব্রিফিংয়ে শ্বেতপত্রটি প্রকাশ এবং এ সম্পর্কে ব্যাখ্যা করে।

ব্রিফিংয়ে জানানো হয়, ‘নতুন যুগে চীনের সবুজ উন্নয়ন’ শীর্ষক শ্বেতপত্রে বিগত দশ বছরে চীনের সবুজ উন্নয়নের সফলতা তুলে ধরা হয়েছে। এ ছাড়া, এতে চীনের সবুজ উন্নয়নের মূল ধারণা ও অভিজ্ঞতাও ব্যাখ্যা করা হয়েছে।

‘নতুন যুগে চীনের সবুজ উন্নয়ন’ শীর্ষক শ্বেতপত্রে বলা হয়েছে:

১. সবুজ উন্নয়নে চীনের মূল ধারণা হচ্ছে: প্রথমত, জনগণকে কেন্দ্র করে উন্নয়নের ধারণায় অবিচল থাকা; দ্বিতীয়ত, চীনা জাতির অব্যাহত উন্নয়নকে বিবেচনায় রাখা; তৃতীয়ত, উন্নয়নসহ নানা খাতের বিভিন্ন বিষয় সমন্বিত করা; এবং চতুর্থত, বিশ্বের টেকসই উন্নয়নকে এগিয়ে নেওয়া।

২. নতুন যুগে চীনের সবুজ উন্নয়নের সুফল হচ্ছে: প্রথমত, দেশের পরিবেশের গুণগত মান উন্নত হচ্ছে; দ্বিতীয়ত, অর্থনৈতিক উন্নয়নে সবুজ উন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সবুজ শিল্প সুষ্ঠুভাবে উন্নত হচ্ছে; তৃতীয়ত, সবুজ উত্পাদনের পদ্ধতি ব্যপকভাবে প্রমোট করা হচ্ছে; চতুর্থত, জনগণের পরিবেশ সুরক্ষার চীন্তাধারা ও সবুজ ও নিম্নকার্বন জীবনধারা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে; পঞ্চমত, সংশ্লিষ্ট ব্যবস্থাকে আরও উন্নত করা হচ্ছে, যা সবুজ উন্নয়নের জন্য শক্তিশালী সমর্থন যোগাবে।

৩. চীন হাতে হাত রেখে বিশ্বের সাথে একযোগে সুন্দর পৃথিবী নির্মাণ করে যাচ্ছে। পৃথিবী হচ্ছে মানবজাতির একমাত্র বাসস্থান। সুন্দর বাসস্থান নির্মাণ করা হচ্ছে মানবজাতির অভিন্ন স্বপ্ন। তাই, বিশ্বের জলবায়ু আলোচনায় চীন ইতিবাচকভাবে অংশগ্রহণ করে আসছে। প্যারিস চুক্তিতেও চীনের অবদান অনস্বীকার্য। পাশাপাশি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে চীন দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা চালিয়ে আসছে, সবুজ ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের আওতায় সহযোগিতা এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং সবুজ আন্তর্জাতিক বাস্তব সহযোগিতা চালিয়ে আসছে। মোদ্দা কথা, একযোগে বিশ্বের টেকসই উন্নয়নের জন্য চীন কাজ করছে।

প্রেস ব্রিফিংয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা আরও জানান, চীন দৃঢ়ভাবে সবুজ উন্নয়নের পথে এগিয়ে যাবে। চীন বিশ্বের বিভিন্ন দেশের সাথে একতা ও সহযোগিতা জোরদার করে একযোগে আরও পরিস্কার ও সুন্দর বিশ্ব নির্মাণ করবে। - সূত্র: সিএমজি