ন্যাভিগেশন মেনু

‘মহামারীকে রাজনীতিকরণের বিরুদ্ধে চীন’


চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ডিপার্টমেন্টের পরিচালক উ শি বলেছেন, মহামারী শুরু হওয়ার পর থেকে পরিস্থিতির উন্নয়ন ও পরিবর্তন অনুযায়ী চীন তার প্রতিরোধ ও নিয়ন্ত্রণনীতিকে সমন্বয় করেছে ও করছে। এক্ষেত্রে চীন সব দেশকে সমানভাবে বিবেচনা করেছে। চীন বরাবরই মহামারীকে রাজনীতিকরণের বিরুদ্ধে। তিনি শুক্রবার (১৩ ডিসেম্বর) বেইজিংয়ে রাষ্ট্রীয় পরিষদের যৌথ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, চীন সম্প্রতি মহামারীসংশ্লিষ্ট বিধিনিষেধ শিথিল করার পর, অনেক দেশ একে স্বাগত জানিয়েছে। থাইল্যান্ড, মালদ্বীপ, ব্রুনাই, রাশিয়া, কম্বোডিয়াসহ বিভিন্ন দেশ চীনের বিভিন্ন গন্তব্যের সাথে সরাসরি ফ্লাইট বাড়ানোর এবং চীনা পর্যটকদের স্বাগত জানাতে তাদের আগ্রহের কথা জানিয়েছে। কিন্তু গুটিকতক দেশ, বিজ্ঞান ও বাস্তবতাকে উপেক্ষা করে, চীনা পর্যটকদের বিরুদ্ধে নির্দিষ্ট মাত্রায় প্রবেশ-নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, চীন তাঁর নাগরিকদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করবে। আশা করা যায়, এসব দেশ দ্রুত চীনের সাথে বৈষম্যমূলক আচরণ বন্ধ করবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কাজ করবে। - সূত্র: সিএমজি