ন্যাভিগেশন মেনু

ব্রাহ্মণবাড়িয়ায় ১০৯৭ শিক্ষক-কর্মচারি পেলেন নগদ অর্থ সহায়তা


প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় ১ হাজার ৯৭ জন শিক্ষক-কর্মচারী নগদ অর্থ সহায়তা পেয়েছেন। 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত নন-এমপিওভূক্ত ওই সব শিক্ষক-কর্মচারীরা এককালীন প্রতি শিক্ষককে পাঁচ হাজার ও কর্মচারীদের আড়াই হাজার টাকা করে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২ জুলাই ) সদর উপজেলা পরিষদের মিলনায়তনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ওই সব শিক্ষক ও কর্মচারীদের মাঝে চেক বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া তাদের মাঝে চেক বিতরণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার ভট্টাচার্য।

ইউএনও পঙ্কজ বড়ুয়া বলেন, সদর উপজেলায় ৪০৬ জন শিক্ষক এবং ৯৩ জন কর্মচারিদের মাঝে ২২ লাখ ৬২ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করা হয়। শিক্ষকরা আসলেই অনেক মানবেতর জীবনযাপন করছেন। প্রধানমন্ত্রীর এই  উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলার নয় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের নন-এমপিওভূক্ত শিক্ষক ও কর্মচারীরা এসব সহায়তা পাচ্ছেন। সব মিলিয়ে এক হাজার ৯৭ জনের মধ্যে ৪৯ লাখ ৮২ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করা হয়েছে।

সিবি/এডিবি