ন্যাভিগেশন মেনু

হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে যেসব ফোনে


আমরা প্রত্যেকের জীবনের সুন্দর মুহূর্তগুলো তুলে ধরি সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম হোয়াটসঅ্যাপ।

কিছু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ৷

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে একাধিক পুরোনো হ্যান্ডসেটে পরিসেবা দেওয়া বন্ধ করছে হোয়াটসঅ্যাপ ।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে যে বেশ কিছু ফোনে যে অপারেটিং সিস্টেম রয়েছে সেগুলি যথেষ্ট পুরনো, ফলে সেগুলিতে হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে না।

তাই হোয়াটসঅ্যাপ আর কাজ করবে না ওই ফোনগুলিতে। এই তালিকায় যেসব স্মার্টফোনে অ্যানড্রয়েড ২.৩.৭ ভার্সন বা তার চেয়ে পুরনো এবং আইফোনে আইওএস ৮ বা তার চেয়ে পুরনো অপারেটিং সিস্টেম রয়েছে সেই সব ফোনগুলোতে এই অ্যাপটি আর কাজ করবে না।

সিসিএস ইনসাইট এর বিশ্লেষক বেন উড বলেন, ‘নিজেদের সেবা সুরক্ষিত করা ছাড়া হোয়াটস অ্যাপের আর সুস্পষ্ট কোন বিকল্প ছিল না। যাই হোক এটার পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে এই অ্যাপটি পুরনো স্মার্ট ফোনগুলোতে আর কাজ করবে না।’

‘এই পদক্ষেপ অ্যাপটি ব্যবহারকারীদের উপর ব্যাপকভাবে প্রভাব ফেলবে, বিশেষ করে প্রবৃদ্ধি বাজারে কারণ সেখানে পুরনো ডিভাইসের সংখ্যাই তুলনামূলকভাবে বেশি।’

ওআ / এস এস