ন্যাভিগেশন মেনু

মির্জাগঞ্জে সড়কে খানাখন্দ, দূর্ভোগে ১০ গ্রামের বাসিন্দা


পটুয়াখালীর মির্জাগঞ্জে শ্রীমন্ত নদী সংলগ্ন সড়কে ইটের সলিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে সড়কের প্রায় দুই কিলোমিটার যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, শ্রীমন্ত নদী সংলগ্ন সড়কটির দুই কিলোমিটারে খানাখন্দে পরিণত হয়েছে। মাধবখালী ইউনিয়নের মুন্সিরহাট বাজার দিয়ে মির্জাগঞ্জ ইউনিয়নের উত্তর অংশ ভিকাখালী বাজারে যাওয়ার একমাত্র সড়কের এই বেহাল অবস্থা। এরপরও দেখার যেন কেউ নেই।

২০০৩ সালে এই সড়কে ইটের সলিং করলেও সংস্কারের অভাবে ভোগান্তিতে পড়েছেন কমপক্ষে দশ গ্রামের মানুষ।

স্থানীয় বাসিন্দা সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম শিকদার অভিযোগ করেন, এই সড়কটিতে প্রায় ১৮ বছর আগে ইটের সলিং বসে। এরপর থেকে আর কোনও সংস্কার করা হয়নি। এ কারণে যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সড়কটি। হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যেতে দুর্ভোগে পড়তে হয়।

মুন্সিরহাট বাজার কমিটির সভাপতি ও ব্যবসায়ী নান্নু তালুকদার বলেন, সড়কের অবস্থা খুবই খারাপ। বাজারের ব্যবসায়ীদের বিকল্প পথে দ্বিগুণ ভাড়া দিয়ে দোকানের প্রয়োজনীয় জিনিসপত্র আনতে হয়। মালপত্র নিয়ে সুবিদখালী থেকে নিউমার্কেটের পর ভাঙা রাস্তায় আসলেই গাড়ি উল্টে যাওয়ার উপক্রম হয়।

অটোরিকশা চালক কবির মিয়া বলেন, এ সড়কে রিকশায় যাত্রী নিয়ে গেলে পেছন দিয়ে একজনের ঠেলা দিতে হয়। ভাঙাচোরা রাস্তায় গাড়ি একদিকে হেলে পড়ে। খানাখন্দে গাড়ি উল্টে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। প্রায়ই রিকশার চাকার হাওয়া চলে যায়। গাড়িতে যাওয়ার চেয়ে হেঁটে যেতে যাত্রীদের সময় কম লাগে।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মির্জাগঞ্জ উপজেলা প্রকৌশলী আজিম-উর রশিদ বলেন, ‘সড়কের প্রাক্কলন প্রস্তুত শেষ পর্যায়ে। শিগগিরই দরপত্রসহ অন্য কার্যক্রম শেষ করে সড়কটি সংস্কার করা হবে।‘

এম এ আর এস/এমআইআর/এডিবি