ন্যাভিগেশন মেনু

ভার্চ্যুয়াল সফর করবে টি-টুয়েন্টি বিশ্বকাপ ট্রফি


সংযুক্ত আরব আমিরাত ও ওমানে আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের আগে দুই মাস ভার্চ্যুয়াল সফর করবে টি-টুয়েন্টি বিশ্বকাপের ট্রফি।

বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সাধারণত টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী দেশে ট্রফি নিয়ে যাওয়া হয়। করোনাভাইরাসের কারণে এটি সম্ভব হচ্ছে না। তাই ভার্চ্যুয়ালি সফর করবে টি-টুয়েন্টি বিশ্বকাপের ট্রফি।

বৃহস্পতিবার টি-টুয়েন্টি বিশ্বকাপ ট্রফির ভার্চ্যুয়াল সফরটি শুরু করেন গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজে অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েট।

টি-টুয়েন্টি বিশ্বকাপের ফেসবুক ও ইন্সটাগ্রাম পেইজে ত্রিমাত্রিক ‘অগমেন্টেড রিয়্যালিটি’ ফিল্টার থাকবে। সেই ফিল্টারের মাধ্যমে টি-টুয়েন্টি বিশ্বকাপের ট্রফির সফরটি দেখতে পারবেন ক্রিকেটপ্রেমিরা।

এমআইআর/এডিবি/