ন্যাভিগেশন মেনু

এয়ারলাইন্স কার্যালয়ের সামনে টিকিট প্রত্যাশীদের ভিড়


সৌদি আরব প্রবাসীদের টিকিটের জন্য এয়ারলাইন্সের অফিসগুলোর সামনে ভির করেছে। তবে অন্যান্য দিনের তুলনায় শনিবার (১০ অক্টোবর) টিকিট প্রত্যাশী যাত্রীদের ভিড় বেশি।

শনিবার (১০ অক্টোবর) হোটেল সোনারগাঁওয়ে দুইভাগে বিভক্ত হয়ে লাইন ধরেছেন প্রবাসী এই যাত্রীরা। এদের মধ্যে একদল এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে লাইনে দাঁড়িয়ে টিকিটের জন্য অপেক্ষা করছেন। তাদের ইতোমধ্যে টিকিট দেওয়া শুরু করেছে সৌদি এয়ারলাইন্স।

অন্যদিকে, আরেক দল প্রবাসী হোটেল সোনারগাঁওয়ের মূল সীমানার ভেতর লাইন ধরিয়েছে পুলিশ। তারা মেঝেতে লাইন ধরে বসে রয়েছেন। সৌদিগামী টিকিট নিতে শনিবার পাঁচ থেকে সাত শতাধিক লোক এসেছেন।

সৌদি এয়ারলাইন্সের ঘোষণা অনুযায়ি, যাদের ভিসার মেয়াদ কম, তাদের ৪ অক্টোবর থেকে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া হচ্ছে।

গত ৪ অক্টোবর টোকেনের দাবিতে হোটেল সোনারগাঁওয়ে টিকিট প্রত্যাশীদের ঢল নামে। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সোনারগাঁও। পরে ফরম দেওয়া হয় টিকিট প্রত্যাশীদের। তখন সৌদি এয়ারলাইন্স ঘোষণা দেয়, ফরম যাচাই বাছাই করে সোমবার (৫ অক্টোবর) থেকে যাদের ভিসার মেয়াদ কম, তাদের আগে টিকিট দেওয়া হবে।

সিবি/এডিবি