ন্যাভিগেশন মেনু

বাংলাবাজার-শিমুলিয়ায় ১০ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু


মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।

এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সোমবার (৭ ডিসেম্বর) রাত ১২টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়,  দিকনির্ণয়ে ব্যর্থ হওয়ায় মাঝ পদ্মায় আটকে ছিলো চারটি ফেরি।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল পৌনে দশটার দিকে কুয়াশা কিছুটা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। এ সময় মাঝ পদ্মায় আটকে থাকা চারটি ফেরিও গন্তব্যের উদ্দেশে যাত্রা করে বলে জানিয়েছেন বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আহমেদ।

তিনি আরও জানান, ঘন কুয়াশার কারণে সোমবারের মতো মঙ্গলবার সকালেও নির্ধারিত সময়ে লঞ্চ চলাচল করতে পারেনি। সকাল সাড়ে ৯টা পর্যন্ত লঞ্চ-স্পিডবোট বন্ধ ছিলো। নৌপথে কুয়াশার পরিমাণ কমতে থাকলে লঞ্চ চলাচল শুরু হয়।

ওয়াই এ/এডিবি