ন্যাভিগেশন মেনু

দূতাবাসের অনাপত্তিপত্র ছাড়াই বেনাপোল দিয়ে দেশে ফিরছেন যাত্রীরা


কলকাতাস্থ বাংলাদেশ দূতাবাসের অনাপত্তিপত্র ছাড়াই বনগাঁর পেট্রাপোল এবং যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরা যাচ্ছে। এখন থেকে সপ্তাহে সাত দিনই অনাপত্তিপত্র (এনওসি) ছাড়া পাসপোর্টধারী যাত্রীরা ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচল করতে পারবেন।

শুক্রবার থেকে স্বরাষ্ট্র ও বিদেশ মন্ত্রণালয়ের এই নির্দেশনা কার্যকর হয়েছে। এ কারণে মানুষের ভোগান্তি কমেছে। গত ২ এপ্রিল থেকে ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে যাত্রীদের অনাপত্তিপত্র নিয়ে দেশে ফিরতে হচ্ছিল। এই নিয়ম শিথিল হওয়ায় পাসপোর্টের মাধ্যমে দেশে ফেরা যাচ্ছে। 

এ ব্যাপারে যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, পাসপোর্টের মাধ্যমে দেশে ফেরা যাত্রীদের ভারতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের অনাপত্তিপত্র আর লাগবে না।

তবে যাত্রীদের অবশ্যই ৭২ ঘণ্টার করোনা নেগেটিভ সনদ দেখানো বাধ্যতামূলক রয়েছে। যেসব যাত্রীর করোনা পজিটিভ বা করোনার উপসর্গ থাকবে, তাদের অবশ্যই আইসোলেশনে থাকতে হবে। সপ্তাহে তিন দিনের পরিবর্তে এখন থেকে সাত দিনই যাত্রীরা দেশে ফিরতে পারবেন। 

বেনাপোল ইমিগ্রেশন ও স্বাস্থ্য কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে, চিকিৎসার জন্য ভারতে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে যাদের ভিসার মেয়াদ ১৫ দিনের কম আছে, তারা বেনাপোল, আখাউড়া ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে দেশে ফিরতে পারবেন। সে জন্য তাদের দিল্লি, কলকাতা বা আগরতলায় বাংলাদেশ দূতাবাস থেকে অনুমতি নিতে হতো। এখন থেকে এটি আর নিতে হচ্ছে না।

এদিকে আগে সপ্তাহে তিন দিন পাসপোর্টধারী যাত্রীদের ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলের সুযোগ ছিল। গতকাল থেকে সপ্তাহে সাত দিনই যাত্রীর চলাচল করতে পারছেন।

এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব সাংবাদিকদের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে একটি চিঠি এসেছে। ওই চিঠিতে বলা হয়েছে, এখন থেকে সপ্তাহে সাতদিন ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রীরা চলাচল করতে পারবেন। নির্দেশনা অনুযায়ি গতকাল থেকে যাত্রীরা দেশে ঢুকছেন। কাউকে দূতাবাসের এনওসি দেখাতে হয়নি।

এস এস