ন্যাভিগেশন মেনু

সিছুয়ানের ভূমিকম্প নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন প্রেসিডেন্ট সি ও প্রধানমন্ত্রী লি


চীনের সিছুয়ান প্রদেশে ভূমিকম্পের পর চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ৫ সেপ্টেম্বর উদ্ধার তত্পরতায় উচ্চ গুরুত্বারোপ করেছেন। এ লক্ষ্যে তিনি গুরুত্বপূর্ণ নির্দেশনাও দিয়েছেন।

নির্দেশনায় তিনি বলেন, সিছুয়ান প্রদেশের কানচি অঞ্চলের লুতিং জেলায় রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে গুরুতর হতাহতদের উদ্ধার করাকে প্রথম কর্তব্য হিসেবে নির্ধারণ করতে হবে। দুর্গত জনগণকে উদ্ধার এবং জনগণের হতাহতের সংখ্যা কমানোর সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। 

তিনি বলেন, ভূমিকম্পের পরিস্থিতির তত্ত্বাবধান জোরালো করা, গৌণ দুর্যোগ এড়ানো এবং ভূমিকম্প-কবলিত জনগণের স্থানান্তর কাজ ভালোভাবে করা উচিৎ। 

প্রেসিডেন্ট সি তাঁর নির্দেশনায় বলেন, জরুরি পরিচালনা বিভাগসহ বিভিন্ন বিভাগের কর্ম-গ্রুপ সিছুয়ানে ভূমিকম্প প্রতিরোধ ও দুর্যোগ উদ্ধারের কাজ চালিয়েছে। চীন গণমুক্তি ফৌজ এবং সশস্ত্র পুলিশ বাহিনী আঞ্চলিক সরকারের সঙ্গে সহযোগিতা করা উচিৎ, যাতে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায়। 

তাছাড়া, চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ভূমিকম্প প্রতিরোধ এবং উদ্ধার কাজ চালানোসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন।

 বর্তমানে প্রেসিডেন্ট সি এবং প্রধানমন্ত্রী লি’র নির্দেশনায় চীনের সংশ্লিষ্ট বিভাগের কর্ম-গ্রুপ দুর্গত অঞ্চলে পৌঁছেছে। তাঁবু, কুইল্ট এবং ভাঁজ করা বিছানাসহ নানা ত্রাণ সামগ্রী দুর্গত এলাকায় পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্ট উদ্ধার কাজ সুশৃঙ্খলভাবে চলছে।

প্রসঙ্গত, ৫ সেপ্টেম্বর দুপুর ১২টা ৫২ মিনিটে চীনের সিছুয়ান প্রদেশের কানচি তিব্বতি জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের লুতিন জেলায় রিখটার স্কেলে ৬.৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের উৎপত্তি স্থলের গভীরতা ছিল ১৬ কিলোমিটার। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ভূমিকম্পে ৬৫ জন নিহত এবং ৩০ জনেরও বেশি লোক আহত হন। কিছু অঞ্চলের পানি, বিদ্যুৎ, পরিবহন ও টেলিযোগাযোগসহ বিভিন্ন অবকাঠামো বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। (সূত্র: সিএমজি)